টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০১ ১৩:৩৩:৩১


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ আর জিম্বাবুয়ে। টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছে। ৭২ বারের মুখোমুখি লড়াইয়ে টাইগাররা জিতেছে ৪৪টিতেই, জিম্বাবুয়ের জয় ২৮টি।

ওয়ানডেতে জিম্বাবুয়েকে এখন পর্যন্ত চারবার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ, জিম্বাবুয়েও করেছে দুইবার। তবে সেটা সাম্প্রতিক সময়ে নয়। যখন বাংলাদেশ জিম্বাবুয়ে থেকে পিছিয়ে ছিল, সেই সময়।

এখনকার পরিসংখ্যানে টাইগাররা যোজন যোজন এগিয়ে। জিম্বাবুয়েকে এখন আর কঠিন প্রতিপক্ষ মনে করেন না এদেশের ক্রিকেটপ্রেমীরাও।
সানবিডি/ঢাকা/এসএস