সুজুকির নতুন দুটি গাড়ি বাজারজাত শুরু করল উত্তরা মোটরস
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০১ ১৩:৪৮:৪০
জাপানের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান সুজুকির নতুন আলটো এবং সম্পূর্ণ নতুন ওয়াগনআর গাড়ির বাজারজাত শুরু করল দেশের গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটরস লিমিটেড। গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান কামরুল আহসান এবং উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও এমডি মতিউর রহমান গাড়ি দুটির বাজারজাতের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনকালে ৫০ জন ক্রেতার কাছে সুজুকি আলটো ও সুজুকি ওয়াগনআর গাড়ির চাবি হস্তাস্তর করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তরা মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড মেহদাদুর রহমান ও হেড অব বিজনেস প্ল্যানিং রাঈমুর রহমান।