দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৩-০২ ১০:১৯:০৫


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে  খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড (কেপিপিএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৯২১ বারে ২৫ লাখ ০৯ হাজার ৩৫৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ২৬ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর বেড়েছে ৫দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৬৬ বারে ৬১ লাখ ৬২ হাজার ২৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৭২ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটি ৯৯৮ বারে ২৪ লাখ ১০ হাজার ৫৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ড্যাফোডিল কম্পিউটার্সের ৫ দশমিক ০১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৪ দশমমিক ৭৬ শতাংশ, ব্রাক ব্যাংকের ৪ দশমিক ৫৮ শতাংশ, হাক্কানী পাল্পের ৪ দশমিক ৫০ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ৩ দশমিক ৪৩ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টর ৩ দশমিক ২৬ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ২ দশমিক ৫০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস