টেকনাফে র্যাবের সঙ্গে গোলাগুলি, ৭ ডাকাত নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০২ ১১:০৪:১৬
কক্সবাজারের টেকনাফ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ডাকাতদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাত ডাকাত সদস্য নিহত হয়েছেন।
আজ সোমবার ভোররাতে উপজেলার জাদিমোড়া-মোছনির গভীর পাহাড়ে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা না গেলেও তারা সবাই কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকি গ্রুপের সদস্য বলে জানিয়েছে র্যাব।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
সানবিডি/ঢাকা/এসএস