রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর গোলাবর্ষণ, শিশুসহ নিহত ৫ মুসলিম
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-০২ ১৩:০৮:৫১
মিয়ানমারের রাখাইন প্রদেশে দেশটির সামরিক বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে এক শিশুসহ অন্তত পাঁচ রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো অনেকে। রবিবার দেশটির স্থানীয় এক সাংসদ এবং দুই বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্স’কে এ তথ্য জানিয়েছে।
রাখাইনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির (এএ) মুখপাত্র খিন থু খা এবং আঞ্চলিক এমপি তুন থার সেইন বলেন, শনিবার রাখাইনের ‘এমরাউক ইউ’ শহরের ঐতিহাসিক একটি মন্দির অতিক্রম করার সময় সেনাবাহিনীর গাড়িবহরে হামলা চালায় বিদ্রোহীরা। এর পর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ বাধে।
রয়টার্সের পক্ষ থেকে ফোন করা হলে এই সংঘর্ষের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয় নি মিয়ানমার সেনাবাহিনীর দুই মুখপাত্র।
এছাড়া দেশটির সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে পারবেন না।
এমপি তুন থার সেইন ও একজন গ্রামবাসী জানান, হামলায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের কমপক্ষে পাঁচ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস