টাঙ্গাইলে যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০২ ১৩:২২:৩৮


টাঙ্গাইলের দেলদুয়ারে ২০১২ সালে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বেলা ১২টায় টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামীর নাম আশরাফুল ইসলাম (২৭)। তিনি দেলদুয়ার উপজেলার গড়াসিন গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১২ সালের ১৮ আগস্ট যৌতুকের জন্য আশরাফুল তার স্ত্রী সালেহাকে (২৪) পিটিয়ে হত্যা করলে নিহতের বাবা আ. সামাদ বাদি হয়ে আশরাফুলকে আসামি করে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন।
সানবিডি/ঢাকা/এসএস