লুজারের শীর্ষে ফ্যাস ফিন্যান্স
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০২ ১৭:২২:৪৩
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ১০ শতাংশ কমেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬০৫ বারে ২৮ লাখ ২১ হাজার ৯১০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭০ শতাংশ কমেছে। শেয়ারটি আজ সর্বশেষ ১২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ফিন্যান্স, ফারইস্ট ফিন্যান্স, ইউনাইটেড এয়ারওয়েজ, ফার্স্ট ফিন্যান্স, মতিন স্পিনিং, এম.এল ডাইং ও স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড।
সানবিডি/ঢাকা/এসআই