অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করবে সেনাবাহিনী: সেনাপ্রধান
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-০২ ১৭:৩৩:৪০
বর্তমান সময়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বাংলাদেশ সেনাবাহিনী অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করবে। তবে এটি এখনই সংগ্রহের কোনও সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরিকল্পনা পর্যায়ে আছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ পিএসসি। সোমবার দুপুরে (২ মার্চ) লালমনিরহাট ক্যান্টনমেন্টে আর্মি এভিয়েশন স্কুল, অফিসার্স মেস, এসএম ব্যারাক ও মিলিটারি ফার্মের মিল্কিং পার্লার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সেনাপ্রধান আজিজ আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন বাস্তবায়ন করছেন। আমাদেরও তিনি স্বপ্ন দেখিয়েছেন, তারই আলোকে লালমনিরহাট ক্যান্টনমেন্টে আর্মি এভিয়েশন স্কুল যাত্রা শুরু করলো। যেখান থেকে কারিগরি শিক্ষা নিয়ে আর্মি এভিয়েশনের কর্মকর্তারা দক্ষতার স্বাক্ষর রাখতে পারবে।
তিনি আরও বলেন, ভারত ও মিয়ানমার আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যদি তাদের কোনও সমস্যা তৈরি হয়, আমরা তাদের সহযোগিতা করি। তারাও আমাদের সহযোগিতা করে থাকে। এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় আমরা সচেষ্ট রয়েছি।
সেনাপ্রধান আরো বলেন, সমুদ্র অঞ্চলে সেন্টমার্টিনেও পর্যটকদের জন্য সেনাবাহিনী সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এরপর অনুষ্ঠান স্থলের ওপর আকাশ থেকে সেনাবাহিনীর নিজস্ব দুইটি হেলিকপ্টার থেকে ফুল ছিটিয়ে অতিথিদের অভিবাদন জানায়।
সানবিডি/এনজে