প্রধানমন্ত্রীর সঙ্গে বিসিপিএস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-০৩ ১১:২৯:১০


বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) সাত সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার (১মার্চ ) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিসিপিএসের সভাপতি অধ্যাপক কাজী দীন মোহাম্মদ।

তারা বিসিপিএসের আসন্ন সমাবর্তনে যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। দেশে চিকিৎসা শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য প্রতিনিধি দলটি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিসিপিএস প্রতিনিধি দলটি তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, বিসিপিএসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টি আই এম আবদুল্লাহ আল ফারুক এবং ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল আবদুল আলী মিয়া উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস