করোনা নিয়ে ইরানে কোনো লুকোচুরি হয়নি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৩ ১৩:৩২:৪০


বিশ্ব স্বাস্থ্য সংস্থার বা হু’র মহাপরিচালক তেদরোস আধানম বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে ইরানে গোপন করার কিছু তিনি দেখেননি। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি দেয়া সাক্ষাৎকারে একথা বলেন আধানম।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন সরকারের পদক্ষেপ আমরা পর্যবেক্ষণ করেছি কিন্তু ইরানে এগুলো গোপন করার কিছু আমাদের নজরে পড়েনি।

হু মহাসচিব বলেন, ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর তা মোকাবেলায় দেশটির সরকার কী ধরনের ব্যবস্থা নিয়েছে তা পর্যবেক্ষণের জন্য আমাদের বিশেষ পদ্ধতি ছিল; তাতে আমরা ইরান সরকারের পক্ষ থেকে গোপন করার কোনো কিছু পাই নি।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে ইরান তথ্য গোপন করছে কিনা -এমন প্রশ্নের জবাবে তেদরোস আধানম বলেন, সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলে আমি কোনো দেশকে কোনো কাঠামোর আওতায় এনে দেখতে চাই না।

তিনি বলেন, এ ব্যাপারে গণমাধ্যমে বিভিন্ন রকমের খবর বের হচ্ছে কিন্তু মনে রাখতে হবে এটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তাকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হয়। সাংবাদিকরা যা বলছেন আমরা তাই বলতে পারি না। আমাদের সত্য তথ্যের ওপর নির্ভর করতে হবে।
সানবিডি/ঢাকা/এসএস