ফেব্রুয়ারিতে শীর্ষ ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৩-০৩ ১৪:০৭:১০


ফেব্রুয়ারি মাসের ডিলার তালিকায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষস্থানে উঠে এসেছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিলার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড।

জানা গেছে,  ডিএসইর ডিলারদের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ব্লুচিপ সিকিউরিটিজ লিমিটেড, পঞ্চম স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, ৬ষ্ঠ স্থানে রয়েছে এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, সপ্তম স্থানে রয়েছে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, অষ্টম স্থানে রয়েছে স্যার সিকিউরিটিজ, নবম স্থানে রয়েছে বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড ও দশম স্থানে রয়েছে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ।

ডিলার তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠান হচ্ছে–এনএলআই সিকিউরিটিজ, দোহা সিকিউরিটিজ লিমিটেড, এইচএসি সিকিউরিটিজ লিমিটেড, ইউনিরয়েল সিকিউরিটিজ লিমিটেড, এএইচসি সিকিউরিটিজ লিমিটেড, রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস, এম সিকিউরিটিজ লিমিটেড, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ও হযরত আমানত শাহ সিকিউরিটিজ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস