দর বৃদ্ধির শীর্ষে নূরানী ডাইং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৩ ১৬:০৮:৩১
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭২ বারে ৫১ লাখ ৩৪ হাজার ৭৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৮ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা সিলকো ফার্মার শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪২৯ বারে ২৬ লাখ ৪৮ হাজার ৪৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৭ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১০৬ বারে ১৪ লাখ ৪০ হাজার ৯০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৯ দশমিক ৮০ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৯ দশমিক ৪৫ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ১ স্কিম ১ এর ৯ দশমিক ২৩ শতাংশ, মেঘনা সিমেন্টের ৯ দশমিক ২০ শতাংশ, সমতা লেদারের ৯ দশমিক ০৭ শতাংশ, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৮২ শতাংশ ও ম্যাকসন স্পিনিংয়ের ৮ দশমিক ৭৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস