তেলবাণিজ্যের স্বার্থে বিমান ভূপাতিত করেছে তুরস্ক: পুতিন
প্রকাশ: ২০১৫-১২-০১ ১২:৩৯:৫৪
সম্প্রতি সিরিয়া সীমান্তে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাটি তুরস্ক ইচ্ছাকৃত ঘটিয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে তেলবাণিজ্য রক্ষার জন্যই তুরস্ক এ কাজ করেছে।
মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসের খবরে বলা হয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘের জলবায়ু সম্মেলন, কপ-২১ এ যোগ দিতে প্যারিসে অবস্থানরত প্রেসিডেন্ট পুতিন বিশ্ব নেতাতের সাথে বৈঠকের সময় এমন কথা বলেন।
সে সময় পুতিন বলেন, বিমানটি ভূপাতিত করে তুরস্ক মারত্মক ভুল করেছে। এটা তারা ইচ্ছা করেই করেছে।
আইএস এর থেকে তেলের সরবরাহ নিরাপদ ও নিশ্চিত করতেই তুরস্ক বিমানটি হামলার জন্য বেছে নিয়েছে বলে দাবি করেন পুতিন।
তিনি দাবি করেন, আইএসের সঙ্গে তুরস্কের তেল বাণিজ্যের আছে এমন তথ্য-প্রমাণ রাশিয়ার আছে।
তবে রাশিয়ার এই দাবি বরাবর অস্বীকার করেছে তুরস্ক। তারা উল্টো রাশিয়ার এমন বক্তব্যের প্রমাণ চেয়েছে। একই সঙ্গে তুর্কি সরকার বলেছে, তারা ওই যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাইবে না।
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর সিরিয়া সীমান্তে তুর্কি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়। এ ঘটনায় এক রুশ পাইলট নিহত হন, আরেকজনকে জীবিত উদ্ধার করা হয়।
এই ঘটনা নিয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে উত্তেজনা চলছে। ঘটনার প্রতিক্রিয়ায় তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে রাশিয়া।