ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৩ ১৬:২৫:২৪
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৬টি কোম্পানির ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৭৫ লাখ ১৩ হাজার ৮০০টি শেয়ার ৪১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৫ কোটি ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি টাকার জেনেক্স ইনফোসিসের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৭৬ লাখ ৪২ টাকার শেয়ার লেনদেন হয়েছে পদ্মা অয়েলের।
এছাড়া সেন্ট্রাল ফার্মার ২ কোটি ৩৭ লাখ ৫ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ৬১ লাখ ৫৩ হাজার টাকার, ফাইন ফুডসের ২৫ লাখ ৫০ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্টের ৪৭ লাখ ৯১ হাজার টাকার, আইসিবি এম্প্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৭ লাখ টাকার, কাট্টালি টেক্সটাইলের ৫৩ লাখ ৯৮ হাজার টাকার, মিরাকলের ৫ লাখ ৬৯ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৭ লাখ ৬৮ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ২৪ হাজার টাকার, সুহৃদের ৫১ লাখ ৮০ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫৮ লাখ ৫৬ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ১ কোটি ১৭ লাখ ৭৯ হাজার টাকার এবং ইয়াকিন পলিমারের ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস