মুহূর্তেই পুড়ে গেল ৭০ দোকান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৪ ১১:০২:০৮


ভোলায় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে ৬০ থেকে ৭০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাণিজ্যিক বন্দর সেন্ট্রাল বাজারে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কামালের চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ৬০-৭০টি দোকানে ছড়িয়ে পড়ে। ওই সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ভোলা সদর ও বোরহানেউদ্দিন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জানান, খবর পেয়ে আমরা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছাই। অগ্নিকাণ্ডে ৬০-৭০টি দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা হতে পারে। ক্ষতিগ্রস্তদের তালিকা আজ তৈরি করা হবে।
সানবিডি/ঢাকা/এসএস