দিল্লিতে সহিংসতার ঘটনা ধামাচাপা দিতেই করোনার গুজব: মমতা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৪ ১৭:৪১:২৬


ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সংঘর্ষের ঘটনা ধামাচাপা দিতেই কেন্দ্রীয় সরকার করোনাভাইরাস সংক্রান্ত প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বুধবার রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে এক দলীয় সময় এ অভিযোগ করেন তিনি।

মমতা ব্যানার্জি বলেন, দিল্লি সহিংসতা নিয়ে নজর ঘোরাতে করোনার গুজব ছড়াচ্ছে। দিল্লিতে করোনায় কেউ আক্রান্ত হননি। অযথা করোনা নিয়ে আতঙ্কিত হবেন না।
দিল্লির ঘটনায় মর্মাহত তৃণমূলনেত্রী মমতা। পরিকল্পনা করেই দিল্লিতে সংঘর্ষ বাধানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাইলেন মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্টের অধীনে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তিনি।

গত মাসে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভারতের রাজধানী দিল্লি। এ সহিংসতার ঘটনায় ৪৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন বহু মানুষ।
সানবিডি/ঢাকা/এসএস