এবার ওয়ার্ল্ড মার্কেটিং সামিট-২০২০ হবে ঢাকায়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৫ ০৮:৫৫:৫৩
বিশ্বব্যাপী বিপণন (মার্কেটিং) শাস্ত্রের বিশ্ব গুরু হিসেবে খ্যাত ফিলিপ কটলার ও তার দল চলতি মাসে আসছেন ঢাকায়। এ উপলক্ষে আগামী ২৮ মার্চ ২০২০, হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২০’। এ সামিটে বিশ্বের মার্কেটিং নেতৃবৃন্দ, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, মার্কেটিং দুনিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি, সফল উদ্যোক্তা, নিউরোমার্কেটার, সামাজিক উদ্যোক্তা, ডিজিটাল মার্কেটিং গুরুরা বক্তব্য প্রদান করবেন। যারা মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়েছেন বা এই পেশার ব্যাপকভাবে অবদান রাখতে চান তাদের জন্য এই সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২০’ বাস্তবায়নের ক্ষেত্রে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ সার্বিকভাবে সহায়তা করছে। এই ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জাভেদ মাহমুদ বলেন জানান, আন্তর্জাতিক মানের এ ধরনের সামিট বাংলাদেশ খুব কম অনুষ্ঠিত হয়ে থাকে। আর যেহেতু বাংলাদেশ মার্কেটিং ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এই সেক্টরে উন্নত বিশ্ব তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে আরও বেশি সফলতা অর্জন করছে সেদিকগুলো এখানে তুলে ধরা হবে।
আধুনিক মার্কেটিংয়ের গুরু ফিলিপ কটলার ও তার দল মনে করেন, মার্কেটিংয়ের সঠিক প্রয়োগের মাধ্যমে একটি দেশ, জাতি ও সমাজের পরিবর্তন করা সম্ভব। যেসব দেশ আধুনিক মার্কেটিংয়ের সূত্রগুলো জানে ও সময়মতো প্রয়োগ করতে পারছে তারা রাতারাতি ভাল করছে গ্লোবাল মার্কেটে।
মি. জাভেদ মাহমুদ আরও বলেন, এমন ধরনের একটি অনুষ্ঠানে হয়তো আমাদের দেশের সফল প্রতিষ্ঠানগুলোকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আধুনিক মার্কেটিংয়ের নতুন নতুন নানা দিকগুলো উন্মোচিত হবে এখানে। উন্নত বিশ্বের দেশগুলো কোন কোন পদ্ধতি অবলম্বন করে দ্রুত সফল হচ্ছে, বিশ্ববাজারে বছরের পর বছর ঠিক আছে, সেসব অজানা কথা ও নতুন তথ্যগুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া এই সামিটের উল্লেখযোগ্য আর একটি দিক হলো ‘কটলার এওয়ার্ড’। এই এওয়ার্ড অর্জন করা খুবই সম্মানের ও মর্যাদার। বাংলাদেশে কর্পোরেট লিডারদের মধ্যে যারা বৈশ্বিক প্রভাব বিস্তার করতে পেরেছেন এবং অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখেছে তাদের এ সামিটে কটলার এওয়ার্ড প্রদান করা হবে। যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান মনে করে তারা গত তিন বছরে ব্যবসায় উল্লেখযোগ্য অবদান রেখেছে, তাহলে তারা ফিলিপ কটলার এ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট বিপণন নেতৃবৃন্দ, ব্যবস্থাপক, পরিচালক ও বিপণন পেশাজীবীরাসহ অনেকেই নিবন্ধন করে অংশহগ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, এবারের সামিটি যৌথভাবে আয়োজন করেছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ও কটলার ইমপ্যাকট, ইনকর্পোরেটেড। লাইফটাইম এচিভমেন্ট, মাস্টার-ক্লাস এচিভমেন্ট, আইকোনিক এচিভমেন্ট ও ইন্ডাস্ট্রিয়াল এচিভমেন্ট এই চারটি ক্যাটাগারিতে সর্বমোট ২৮টি সম্মাননা প্রদান করা হবে উক্ত অনুষ্ঠানে।
ওয়ার্ল্ড মার্কেটিং সামিট (ডব্লিউএমএস) হলো বিশ্বব্যাপী একটি স্বতন্ত্র সংগঠন, যার প্রধান কার্যালয় হলো কানাডার টরেনটোতে। ২০১১ সালে আধুনিক মার্কেটিংয়ের জনক ফিলিপ কটলারের হাতে এটি প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন উদ্যোক্তাদের একত্রিত করা যার ফলে দারিদ্র্য বিমোচন, ব্যবসার প্রসার, স্বাস্থ্য ও পরিবেশ উন্নতি সাধন। এছাড়া এই সামিটে দেশসেরা প্রতিষ্ঠানের উচ্চপদস্থদের সঙ্গে বিশেষ অধিবেশনে মতবিনিময় (মাস্টার ক্লাস) করবেন ফিলিপ কটলারের বিশেষ টিম।
আসন্ন সামিটে ইন্টারন্যাশনাল স্পীকার হিসেবে উপস্থিত থাকবেন ওয়ার্ল্ড মার্কেটিং সামিটের প্রতিষ্ঠাতা প্রফেসর ফিলিপ কটলার, বিজনেস ইকোনমিকের বিখ্যাত প্রফেসর ড. মার্ক অলিভার অপ্রেসনিক, ইংল্যান্ডের সাফলক ইউনিভার্সিটির মার্কেটিংয়ের প্রফেসর লুইজ মাউনটিনহোও কটলার ইমপ্যাকট ইনকর্পোরেটেড এর সিইও সাদিয়া কিবরিয়া।