মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৫ ১১:৪৮:৪০
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে এক মোটরসাইকেল আরোহী (৩০) নিহত হয়েছেন।
বুধবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার চরমুক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এর আরোহী নিহত হন। তবে এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি। ঘাতক ট্রাককে আটকের চেষ্টা করা হচ্ছে।
সানবিডি/ঢাকা/এসএস