করোনাভাইরাসের চিকিৎসায় ৩ মাসের বেতন দান করলেন ট্রাম্প
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৫ ১৩:০১:৫৫
করোনাভাইরাসে আক্রান্তদের সাহায্যে এগিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যেই নিজের ৩ মাসের বেতন নোভেল করোনাভাইরাসের চিকিৎসায় দান করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
জানা গেছে, ২০১৯ সালের শেষ তিন মাসের বেতন মার্কিন স্বাস্থ্য দপ্তরে দান করেছেন ট্রাম্প। হোয়াইট হাউজের প্রেস সচিব স্টিফেনি গ্রিশাম মার্কিন প্রেসিডেন্টের দান করা চেকের ছবি টুইট করেছেন। তবে এটাই প্রথম নয়, আগেও জরুরী প্রয়োজনে নিজের বেতন দান করার নজির রয়েছে। এই মোট বেতনটি হল টাকার হিসাবে ৭৩,২৫,৫৫০ টাকা।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এদের প্রত্যেকেই ওয়াশিংটনের বাসিন্দা। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা আরও ১০গুণ। চীনের নোভেল করোনাভাইরাস বর্তমানে ৬০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে এখনও পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস