নর্দার্ন জুটের কারখানার উৎপাদন শুরু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৫ ১৩:৫৯:৫৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ন জুট এ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কারখানা বুধবার থেকে চালু করা হয়েছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত মোট ১১ দিন কারখানাটি বন্ধ ছিল। কোম্পানির সব ব্যাংক হিসাব ফ্রিজ থাকার কারণে কারখানা বন্ধ ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানায়, মঙ্গলবার উচ্চ আদালত থেকে কোম্পানিটি সব জাজমেন্ট কপি গ্রহণ করেছে। কোম্পানির সব ব্যাংক হিসাব চালু হয়েছে। তাই কোম্পানির পরিচালনা পর্ষদ বুধবার থেকে কারখানা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, কোম্পানিটির সব ব্যাংক হিসাব ফ্রিজ রাখার কারণে ২২ ফেব্রুয়ারি থেকে সোমবার পর্যন্ত ৩ দফায় কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। এ সময়ে কোম্পানিটির রিট পিটিশনের শুনানির কারণে কারখানা বন্ধ রেখেছিল।