দর বৃদ্ধির শীর্ষে সিনো বাংলা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৫ ১৫:৫২:২১
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২২৫ বারে ১১ লাখ ৯৩ হাজার ৩৬৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৬ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা হাক্কালী পাল্পের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬২১ বারে ৮ লাখ ৪০ হাজার ৩৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ১৪ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩১২ বারে ২৫ লাখ ৬ হাজার ৬৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি অটোকার্ডসের ৯ দশমিক ৪১ শতাংশ, এমএল ডাইংয়ের ৯ দশমিক ২৫ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৮ দশমিক ৭৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৮ দশমিক ৩৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭ দশমিক ৭১ শতাংশ ও বিকন ফার্মার ৭ দশমিক ৪৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস