তুরস্কের হামলায় ১৮০ সিরিয়ান সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৫ ১৯:৩১:০৩


তুরস্ক-সিরিয়ার মধ্যে চলমান যুদ্ধাবস্থায় মাত্র ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিবে ১৮০ সিরীয় সেনাকে নিঃশ্বেষ করার দাবি করেছে তুরস্ক। দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, অপারেশন স্প্রিং শিল্ডের আওতায় আসাদবাহিনীর সেনাসদস্যদের নিঃশ্বেষ, সামরিক যান ও অস্ত্র ধ্বংস করা হয়েছে। খবর ইয়েনি শাফাকের।

তাদের বিবৃতিতে বলা হয়, আকাশ ও স্থলপথে তুরস্কের সামরিক বাহিনীর অভিযান সফলভাবে চলছে।

গত ২৪ ঘণ্টায় চারটি ট্যাংক, পাঁচটি মাল্টি রকেট সিস্টেম, দুটি মেশিনগান বহনকারী যান, দুটি সাজোঁয়া যান, তিনটি এন্টি ট্যাংক উইপন, আটটি সামরিক যান ধ্বংস করা হয়েছে। এতে আরও যোগ করা হয়, আসাদ সরকারের ১৮৪ জন সেনা সদস্যকে নিঃশ্বেষ করা হয়।

গত ফেব্রুয়ারিতে সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর বিমান হামলায় ৩৪ তুর্কি সেনা নিহত হওয়ার ঘটনায় গত ১ মার্চ তুরস্ক অপারেশন স্প্রিং শিল্ড পরিচালনা ঘোষণা দেয়। আসাদ সরকার ও তার জোট ২০১৮ সালের যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে ও ইদলিবের নিরাপদ অঞ্চলে হামলা চালায়। এ সব হামলায় এখন পর্যন্ত তুরস্ক ৩৭ লাখের বেশি শরণার্থী আশ্রয় দিয়েছে।