টানা তিন ম্যাচে হ্যাটট্র্রিক করলেন সাবিনা খাতুুন
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৭ ১২:০০:০৪
জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের গোল করার দক্ষতা সবার জানা। ঘরোয়া, আন্তর্জাতিক এবং বিদেশের ঘরোয়া ফুটবলে সাবিনা গোল করেছেন মুড়ি-মুড়কির মতো।
৭ বছর পর শুরু হওয়া ঘরোয়া লিগেও গোলের সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন সাতক্ষীরার এ যুবতী। বসুন্ধরা কিংসের জার্সি গায়ে তিন ম্যাচেই করেছেন হ্যাটট্রিক। আজ (বৃহস্পতিবার) কমলাপুর বীরশ্রেষ্ট মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে সাবিনার হ্যাটট্রিকে বসুন্ধরা ৯-০ গোলে হারিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমিকে।
প্রথম ম্যাচে আনোয়ারা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ১২-০ ও দ্বিতীয় ম্যাচে সিলেটের স্পার্টান গ্যালাকটিকো এফসির বিরুদ্ধে ১৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক ছিল সাবিনার। এবার তিন ম্যাচে টানা হ্যাটট্রিক করে ক্যারিয়ারে নতুন এক অর্জন করলেন ‘গোলমেশিন’ খ্যাত এ স্ট্রাইকার।
এ ম্যাচে অন্য ৬ গোলের দুটি করে করেছেন তহুরা খাতুন, কৃষ্ণা রানী সরকার। সানজিদা ও মুন্নী আক্তার করেছেন একটি করে গোলা। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বসুন্ধরা আরো মজবুত করলো শীর্ষস্থান।
এফসি উত্তরবঙ্গ ও জামালপুর কাচারিপাড়া একাদশের মধ্যেকার দিনের অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
সানবিডি/এনজে