বাংলাদেশসহ ৭ দেশের সঙ্গে কুয়েতের বিমান চলাচল স্থগিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৭ ১৩:৩৭:১৫
করোনা ভাইরাস আতঙ্কে বাংলাদেশ, মিশর, লেবানন, ফিলিপাইন, ভারত, শ্রীলংকা, সিরিয়ার সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে কুয়েত সরকার। একটি টুইট বার্তায় কুয়েত সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার থেকে বিমান চলাচল এক সপ্তাহের জন্য স্থগিত থাকবে । আগামী ১৪ দিনের জন্য এই সাত দেশের জনগণের ওপর কুয়েত ভ্রমণে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। তবে এই সাত দেশে বাস করা কুয়েতের নাগরিকরা চাইলে নিজ দেশে ফিরে যেতে পারবেন।
এদিকে বাংলাদেশ বিমানের পক্ষ থেকেও এটি নিশ্চিত করা হয়েছে। নিষেধাজ্ঞা থাকায় আগামী ৭ ও ১০ মার্চ কুয়েতগামী ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান ।
করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। রয়টার্স।
সানবিডি/ঢাকা/এসএস