আকাশ ডিটিএইচ ও প্রিয়শপের মধ্যে চুক্তি সই

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৭ ১৪:০৬:১২


দেশের প্রথম ও একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ ডিটিএইচ এবং প্রিয়শপ ডটকম লিমিটেড সম্প্রতি একটি চুক্তি সই করেছে। এ চুক্তির আওতায় গ্রাহকরা প্রিয়শপ ডটকম লিমিটেডের মাধ্যমে আকাশ ডিটিএইচ সংযোগ কিনতে পারবেন। রাজধানীর গুলশানে বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অফিসে সম্প্রতি এ-সংক্রান্ত চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আকাশ ডিটিএইচের হেড অব মার্কেটিং অ্যান্ড স্ট্র্যাটেজিক সেলস মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী এবং প্রিয়শপ ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও মো. আশিকুল আলম খান।