মধুমতি ব্যাংকের ‘সিংগাইর’ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৭ ১৪:১৪:১৭


মানিকগঞ্জের সিংগাইরে গতকাল মধুমতি ব্যাংকের ৪৩তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মমতাজ বেগম এমপি (মানিকগঞ্জ-২), ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সালাউদ্দিন আলমগীর, আহসানুল ইসলাম টিটু, এমপি, হুমায়ুন কবির বাবলু, এ মান্নান খান, ব্যাংকের উদ্যোক্তা রাফিউর রহমান খান ইউসুফজাই এবং মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কাজী আহসান খলিল, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ চৌধুরীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।