কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৭ ১৪:৩২:১৩
কেরানীগঞ্জে দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন (২৮) নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। নিহতের পরনে কালো রঙের হাফহাতা গেঞ্জি ও কালো রঙের জিন্স প্যান্ট রয়েছে। প্রাথমিকভাবে তার নামপরিচয় জানা যায়নি।
শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে দক্ষিণ দক্ষিণ কেরানীগঞ্জের ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান গণমাধ্যমকে বলেন, দুই দল ডাকাতের মধ্যে সংঘর্ষের সময় গুলির শব্দ শুনতে পেয়ে পুলিশকে জানায় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতের মরদেহ উদ্ধার করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় রামদা ও লাঠি উদ্ধার করে।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস