সিরিয়ায় বিপ্লবী গার্ডস কমান্ডার ফরহাদ নিহত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৭ ১৫:৩৫:২৭


ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর জ্যেষ্ঠ সদস্য ফরহাদ দাবিরিয়ান শুক্রবার সিরিয়ায় নিহত হয়েছেন। কিন্তু কীভাবে তিনি নিহত হন, তা নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

তাকে দামেস্কোয় শিয়া মুসলমানদের পবিত্র স্থান সাইয়েদা জয়নবের মাজারের সুরক্ষাকারী আখ্যায়িত করেছে ফার্স নিউজ। মধ্যসিরিয়ার প্রাচীন শহর পালমিরার একজন সাবেক কমান্ডার ছিলেন ফরহাদ।

সিরিয়ায় গত ৯ বছরের গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাসার আল-আসাদের হয়ে ইরাক, লেবানন, আফগানিস্তান ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের শিয়া ছায়া গোষ্ঠী লড়াই করছে।

মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, বিপ্লবী গার্ডসের এক জ্যেষ্ঠ সদস্য দক্ষিণ দামেস্কোয় সাইয়েদা জয়নব এলাকায় আত্মঘাতীর শিকার হয়েছেন।

সানবিডি/এনজে