৯ মিলিয়ন বছরেরও পুরাতন আমাজন নদী

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২০-০৩-০৭ ১৯:০৭:০৩


পানি প্রবাহের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় নদী হচ্ছে আমাজন।এই নদী দিয়ে পৃথিবীর প্রায় ২০ ভাগ স্বচ্ছ পানি প্রবাহিত হয়।এই নদীটি পেরুতে অবস্থিত,এটা ব্রাজিল থেকে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পতিত হয়েছে।এর বিশালতার কারনে এটিকে সাগরও বলা হয়ে থাকে।এক গবেষণায় আমেরিকান পার্ক সার্ভিস জানিয়েছে এই নদীর দৈর্ঘ্য প্রায় ৬,৪০০ কিলোমিটার।২০০৯ সালে বিজ্ঞানীরা জানিয়েছেন এই নদীর বয়স প্রায় ১১ মিলিয়ন বছর।

কোন-কোন বিজ্ঞানীর মতে এই নদীর বয়স ৯ অথবা ৯.৪ মিলিয়নেরও বেশী।

এই নদী বিশ্বের অন্যতম ভয়ঙ্কর নদী।এখানে বাস করে বিশালাকৃতির ভয়ঙ্কর সব অ্যানাকোন্ডা।

এই অ্যানাকোন্ডারই অরেক জাত এই গ্রিন অ্যানাকোন্ডা। একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সাপ। আমাজন নদীতেই এদের দেখা মেলে। এদের দৈর্ঘ্য ৩০ ফুট পর্যন্ত হয়। ওজন ২৫০ কেজিরও বেশি।

এখানে রয়েছে ছোট আকৃতির বিষাক্ত ব্যাঙ।

এখানে রয়েছে মানুষ খেকো পিরাণহা মাছের নিরাপদ আবাসস্থল।

আমাজনে এক ধরনের বিশালদেহী কুমির দেখতে পাওয়া যায়, যার নাম ব্ল্যাক কেমান। এদের আমাজন নদীর রাজা বলা হয়। এই প্রাণিটি প্রায় ২০ ফুটের মতো লম্বা হয়ে থাকে।হাঙরদের দেখা মেলে সমুদ্রে।

আমাজন নদীতে এক ধরনের হাঙ্গর দেখতে পাওয়া যায়, যার নাম বুল শার্ক। বিশাল দেহী এই প্রাণিটি লম্বায় ১১ ফুট পর্যন্ত হয়ে থাকে। ওজন ৩০০ কেজিও হতে পারে।

অনুবাদ: নুরুজ্জামান