কমিউনিটি ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন ‘কমিউনিটি ক্যাশ’ উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৮ ১৪:২৬:৫৮
ব্যাংকিং সেবায় সহজ ও গতিশীলতা আনতে এবং গ্রাহকদের হাতের মুঠোয় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কমিউনিটি ব্যাংক চালু করল ‘কমিউনিটি ক্যাশ’ মোবাইল অ্যাপ্লিকেশন। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে কমিউনিটি ক্যাশ অ্যাপটি ডাউনলোড করা যাবে। ব্যাংকের চেয়ারম্যান এবং আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সম্প্রতি কমিউনিটি ক্যাশের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশনস) ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি (রেলওয়ে পুলিশ) মো. মহসিন হোসেন এনডিসি, অতিরিক্ত আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিআইজি (ফিন্যান্স) আবু হাসান মুহাম্মদ তারিক, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং ব্যাংকের এমডি ও সিইও মসিউর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।