পদ্মা ব্যাংকে নারী দিবস উদযাপন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৮ ১৫:৪৯:৩৭
সব অসম্ভব দেবো পাড়ি, আমি নারী-এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহসান খসরু নারী সহকর্মীদের ফুল দিয়ে ও কেক কেটে শুভেচ্ছা জানান।
রবিবার (৮ মার্চ) গুলশান কর্পোরেট হেড অফিসে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়।
এই সময় তিনি নারী সহকর্মীদের প্রশংসা করেন এবং ধন্যবাদ দেন পদ্মা ব্যাংক পরিবারের সঙ্গে থাকার জন্য।
এই সময় উপস্থিত ছিলেন উপ ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাৎ হোসেন, হেড অফ বিজনেস জাবেদ আমিন, আরএমডির প্রধান সাবিরুল ইসলাম চৌধুরী, এইচআর ও কর্পোরেট হেড এম আহসান উল্লাহ খান, সিএফও শরিফুল ইসলাম-সহ অন্যান্য কর্মকর্তারা।
সানবিডি/ঢাকা/এসআই