জাবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-০৮ ১৭:৪৪:১৫


‘আমি সমতার প্রজন্ম, উপলদ্ধিতে নারী অধিকার’ প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

বরিবার (৮ মার্চ) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে নারী দিবসের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে জহির রায়হান মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারি সহ জাবি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এরপর বেলা এগারোটায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা আখতারের সভাপতিত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন বলেন, ‘নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় জাতি এগিয়ে যাবে। সমাজের একটা অংশকে বাদ দিয়ে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। আইন করেও সমতা অর্জন করা যাবে না। নীতি-নৈতিকতা ও মূল্যবোধের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই  কেবল সমাজে সমতা রক্ষা করা সম্ভব হবে।’

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য মারুফা আক্তার পপি বলেন, ‘নারী-পুরুষের সমতা এবং অধিকারের জন্য নিদির্ষ্ট কোনো দিন নয়। বছরের প্রতিটি দিনই নারী-পুরুষের সমতা ও অধিকারের। নারী-পুরুষ মিলে-মিশে বিশ্ব সংসার গড়ে তুলতে হবে। নারীর ক্ষমতায়নের মধ্যদিয়ে নারীকে পুরুষের সমান্তরাল করতে হবে। বর্তমান সরকার নারী-পুরুষের ক্ষমতায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন ক্ষেত্রে নারীরা দায়িত্ব পাওয়ার পর তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্যদিয়ে নারী দিবসের কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।

সানবিডি/এনজে