বিশ্বের অন্যতম সুন্দর ১০ প্রজাতির পাখি
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২০-০৩-০৮ ১৯:০২:৩০
বিশ্বের সবচেয়ে সুন্দর পাখি কোনটি? এর উত্তর দেয়া মনে হয় সহজ।কিন্তু কেউ এর উত্তর এত সহজে দিতে পারে না।কারন, বিশ্বের বেশীর ভাগ প্রজাতির পাখিই দেখতে অনেক সুন্দর।
তবে নির্দিষ্টভাবে কিছু প্রজাতির পাখি দেখতে সবচেয়ে সুন্দর।এখানে তেমনি ১০ প্রজাতির সুন্দর পাখির বর্ণনা দেয়া হলো।
১. লরিভি প্যারোটস:
এটা রঙিন প্রজাতির টিয়া পাখি।এটির গায়ে সাধারণত রংধনুর সাত রঙের মত রং দেখা যায়।যা পাখিগুলোকে অনেক সুন্দর করে তুলেছে।এই পাখিগুলা সাধারণত অষ্ট্রেলিয়া,গায়ানা, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে দেখা যায়।
২. অ্যামেরিকান ক্যাস্ট্রেল: এই পাখিগুলা বিশ্বের অন্যতম ছোট প্রজাতির পাখি।এই পাখিগুলা কানাডা থেকে ফকল্যান্ড দ্বীপে উড়াউড়ি করে।
৩.আটলান্টিক পাফিন: উত্তর আটলান্টিকের তীরে এই পাখিদের দেখা যায়। এই পাখিগুলো সামুদ্রিক মাছ খেয়ে বেঁচে থাকে।মনুষ্য কারনে এই প্রজাতির অসংখ্য পাখি মারা গেছে।
৪. ক্রাউন্ড ক্রেন: এই রোমান্টিক পাখিগুলো পশ্চিম এবং পুর্ব আফ্রিকায় বসবাস করে।এই পাখিগুলো বিচিত্র রকমভাবে লাফালাফি করতে পারে।
৫. রেড কার্ডিনাল: এই প্রজাতির পাখিদের সাধারণত দেখা যায়
আমেরিকার পশ্চিমরাজ্যেগুলো এছাড়া কানাডার দক্ষিন-পূর্ব এলাকা এবং মেক্সিকোতে।এরা দেখতে ব্রাউন কালারের।
৬.মাছরাঙা: এই প্রজাতির পাখি সাধারণত সর্বত্র দেখা যায়।এদের খুব তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। যার মাধ্যমে পানির গভীর থেকে মাছ শিকার করতে পারে।
৭. রেড ম্যাকাও: এদেরকে ভারতের বিভিন্ন জঙ্গলে দেখা যায়।
৮. ম্যান্ডারিন:এই প্রজাতির পাখিদের দেখলে মনে হবে যেন গাছ কেটে বানানো সিট। যেখানে বসে থাকা যায়।এরা রাশিয়ার বিপন্ন প্রজাতির পাখি।
৯.প্যারাডাইস ট্যানাজার: এই প্রজাতির পাখিদের বসবাস করে কলম্বিয়া,বলিভিয়া,ব্রাজিল,ফ্রান্স, গুয়ানা এবং গায়ানাতে। এরা দেখতে মাথা সবুজ এবং বুক নীলাভ।
১০.ময়ুর: এই প্রজাতির পাখি দেখতে অত্যন্ত আকর্ষণীয়। এদের রয়েছে বিরাট আকৃতির লেজ। এরা নাচতে পারে।
অনুবাদ: নুরুজ্জামান
সুত্র-লাইফসপ্রাইজম.কম