করোনা আক্রান্ত তিনজন আলাদা হাসপাতালে, অন্য কোনো রোগী নেই

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৯ ১৪:৩৩:৩৬


বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশেও তিনজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তবে আক্রান্তরা ভালো আছেন বলে জানিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

করোনাভাইরাসে তিনজন আক্রান্তের খবর গণমাধ্যমে আসার পর গতকাল রোববার একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে কথা বলেন এই চিকিৎসক। সে সময় তিনি বলেন, ‘আক্রান্তরা কিন্তু ভালো আছে। তাদের একটা হসপিটালে আলাদা করে ভর্তি রাখা হয়েছে। সেখানে অন্য কোনো রোগী নেই, শুধু তারাই আছে। এর কারণ হলো তারা যেন রোগটা ছড়াতে না পারে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, ‘হয়ত দেখবেন কয়েক দিনে তারা ভালো হয়ে বাড়ি ফিরে যাবেন। তাদের ভর্তি রাখা হয়েছে এই কারণে যে, তারা বিভিন্ন জায়গায় যাবে, ঘুরবে, বেড়াবে তারা যদি এটা অন্যদের মাঝে (ভাইরাস) ছড়িয়ে ফেলে। এই ভয়ে কিন্তু রাখা হয়েছে। ভর্তি করে রাখা মানে সিরিয়াস তা কিন্তু না। তারা ভালো আছে, আমরা চাই তাদের মাধ্যমে যেন অন্য কারও না ছড়ায়।’

তিনি আরও বলেন, ‘অনেকের মধ্যে ভয় যে আক্রান্ত হলেই বুঝি মারা যাবে, আসলে কিন্তু তা না। এতে আক্রান্ত হলে মেজরিটি রোগী ভালো হয়ে যাবে। ঘরে বসে থাকলেও ভালো হয়ে যাবে, সাধারণ চিকিৎসায়ও ভালো হয়ে যাবে। ভয়ের কোনো কারণই নেই। সুতরাং আমি আবারও সবাইকে বলছি, আপনারা ভীত হবেন না, আতঙ্কিত হবেন না। তবে সবাইকে সর্তক থাকতে হবে। এটা কিন্তু খুব জরুরি।’

এর আগে গতকাল রোববার বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্তের খবর জানান আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, আক্রান্তদের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ। তাদের মধ্যে পুরুষ দুজন ইতালিফেরত বাংলাদেশি।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহর থেকে  করোনাভাইরাসের উৎপত্তি হয়। পরে চীনের অন্যান্য প্রদেশ এবং বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে। এর আগে ভারত ও পাকিস্তানেও করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে রোগী শনাক্ত হওয়ার ঘটনা এই প্রথম।
সানবিডি/ঢাকা/এসএস