বয়স্কভাতা নেওয়ার পর গাছচাপায় ৫ জনের চিরবিদায়

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০৯ ১৫:৪৪:৪২


ঢাকার ধামরাই উপজেলায় বয়স্কভাতা নিয়ে বাড়ি ফেরার পথে গাছের চাপায় পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার সোয়া ২টার দিকে কালামপুর-মির্জাপুর সড়কের মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ হোসেন জানান, নিহতরা সবাই বালিয়া ইউনিয়ন থেকে বয়স্কভাতা নিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। সড়কের পাশের গাছ কাটার সময় তাদের ইজিবাইকের ওপর পড়ে পাঁচজন নিহত হয়েছেন।