আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করল লংকাবাংলা ফিন্যান্স
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১০ ১৪:০৫:০৭
আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন করল লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লংকাবাংলা ফিন্যান্সের আইন বিভাগের প্রধান উম্মে হাবিবা শারমীন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার, মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ হাফিজ আল আহাদ, অপারেশনস বিভাগের প্রধান একেএম কামরুজ্জামান, গ্রুপ কোম্পানি সেক্রেটারি মোস্তফা কামাল, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ নাজমুল হাসান টিপু, সিএফএ ও জেনারেল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস বিভাগের প্রধান মুহাম্মদ হাবিব হায়দার প্রমুখ।