ঠাকুরগাঁওয়ে শিল্প প্রতিষ্ঠানের অনলাইন ডাটাবেজ তৈরি হচ্ছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১০ ১৫:৩৯:৩২
বিসিকের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও সরকারের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল মান্নান বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিসিকের উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খুব শীঘ্রই ঠাকুরগাঁওয়ে একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প নগরী স্থাপন এবং জেলার শিল্প প্রতিষ্ঠানের অনলাইন ডাটাবেজ তৈরির কাজ শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঢাকা বিসিকের অনলাইন ডাটাবেজ কর্মসূচীর উদ্ভাবক আব্দুস সাত্তার, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও চেম্বারের সভাপতি ও তাদের প্রতিনিধি, সরকারী-বেসরকারী দফতরের কর্মকর্তা ও ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড়ের বিসিকের কর্মকর্তাসহ শিল্পোদ্যক্তাগণ।
সভায় বিসিকের পরিচালক আব্দুল মান্নান, ঠাকুরগাঁওয়ে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প নগরী বাস্তবায়ন বিষয়ে শিল্প উদ্যোক্তা ও চেম্বার প্রতিনিধিদের মতামত গ্রহণসহ তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা কারেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক সম্ভাবনাময় এ শিল্প নগরী বাস্তবায়নে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরে একই স্থানে এটুআই প্রোগ্রামের সহায়তায় বিসিকের উদ্ভাবনী উদ্যোগ মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের অনলাইন ডাটাবেজ কর্মসূচীর ওপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মসূচীর উদ্ভাবক আব্দুস সাত্তার ঠাকুরগাঁও জেলার শিল্প প্রতিষ্ঠান ও কারুশিল্পগুলো অনলাইন ডাটাবেজে অন্তর্ভুক্তির কার্যক্রম প্রদর্শনসহ ডাটাবেজটির সুবিধা এবং শিল্পায়নে ডাটাবেজটি কিভাবে সারাদেশের শিল্পায়নে গতির সঞ্চার করবে তা বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহারের এ সময়ে মানুষ ঘরে বসে তথ্য পেতে চায়। সে দিক থেকে অনলাইন ডাটাবেজটি শিল্পের তথ্য সংগ্রহের শুধু শূন্যের কোঠায় নিয়ে আসবে না বরং জেলার নতুন শিল্পোদ্যক্তারা ডাটাবেজের তথ্যে শিল্প স্থাপনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।