বৈঠক চলছে ব্যাংকের এমডিদের সঙ্গে ডিএসইর
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৩-১০ ১৯:৪৮:১৫
পুঁজিবাজারে স্বাভাবিক গতি ফেরানোর লক্ষ্যে ব্যাংকগুলোর এমডিদের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসইর নিজস্ব ভবনে এই বৈঠক শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুঁজিবাজারের অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকল্পে বাংলাদেশের প্রায় ৩০টি তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠকের আয়োজন করেছে ডিএসই। সংশ্লিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৈঠকে অংশ নিতে ইতিমধ্যে সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউসিবি ব্যাংক, এবি ব্যাংক, পদ্মা ব্যাংকসহ প্রায় ১৫টি ব্যাংকের নির্বাহীরা উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।ডিএসইর চেয়ারম্যান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সিনিয়র সচিব ইউনুসুর রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্য এবং ব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস