করোনাভাইরাস: ফেনীতে সীমান্ত হাট আপাতত বন্ধ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১০ ১৭:৪৭:৫৯
নভেল করোনাভাইরাস ডিজিজ বা কভিড-১৯ সংক্রমণের আশঙ্কায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে ফেনীর ছাগলনাইয়ার শ্রীপুরে স্থাপিত ভারত-বাংলাদেশ সীমান্ত হাট। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জেলা প্রশাসন এ বাজারটি বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের জানান, সোমবার সীমান্ত হাটটি পরিদর্শন করেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
এ সময় তিনি করোনা ভাইরাস সংক্রমণ রোধে গণজমায়েত এড়াতে বাজারটি সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেন। তিনি জানান, দুই দেশের আলোচনার আলোকেই বাজারটি বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সানবিডি/ঢাকা/এসএস