সুন্দরবনের ভয়ঙ্কর সুন্দর ১০ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-১০ ১৯:০৬:২১
বাংলাদেশের ফুসফুস খ্যাত সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট।এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে বৃহত্তর খুলনায় অবস্থিত। এর আয়তন প্রায় ৩৮,০০০ বর্গকিলোমিটার।এটা ভ্রমণপিপাসুদের জন্য অন্যতম একটি সুন্দর জায়গা।
এই বন বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল।এখানে প্রায় ৪০০ বাঘ রয়েছে।
এখানে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০,০০০ চমৎকার হরিণ রয়েছে।এরা সাধারণত ঘাস,গাছের পাতা খেয়ে বেঁচে থাকে।
সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে অনেকগুলো নদী। এসব নদীতে রয়েছে বিভিন্ন প্রজাতির ভয়ঙ্কর কুমিরের বসবাস।
বনের ভিতর দিয়ে বলে চলা এসব নদীতে রয়েছে দারুন সুস্বাদু হরেক রকমের মাছ।
সুন্দরবনের সুন্দরী গাছের নাম থেকেই এ বনের নামকরণ করা হয়েছে সুন্দরবন।
এই বনের গাছপালাগুলোতে সবসময় কিচির-মিচির শব্দে মুখর করে রেখেছে অসংখ্যা প্রজাতির পাখ-পাখালি।
এই বনে রয়েছে বিভিন্ন প্রজাতির অসংখ্য বানর।এরা সারাক্ষন দুষ্টুমি করে পুরো বনকে আলোড়িত করে রাখে।
এই বনে রয়েছে বিশালাকৃতির ভয়ঙ্কর অজগর।এরা গাছের ডালে ঝুলে থাকে এবং সুয়োগ পেলেই খপ করে শিকার ধরে।
এই বনটি আমাদেরকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তবে মনুষ্য সৃষ্ট বিভিন্ন কারনে এই বনের বিভিন্ন প্রজাতির প্রাণী বিলুপ্তির মুখে রয়েছে।
সানবিডি/ নুরুজ্জামান