২২ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মিরপুরের আগুন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-১১ ১৩:১৮:২৯


ফায়ার সার্ভিসের ২২ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মিরপুর রূপনগর বস্তির আগুন। বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে লাগা আগুন পৌনে ১টার দিকে নিয়ন্ত্রণে আসে বলে খবর পাওয়া গেছে।

পনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতার কারণে ঘণ্টা দুয়েকের মধ্যে আনুমানিক ২০০ ঘর পুড়ে গেছে।

তিনি আরও বলেন, সকালে অগ্নিকাণ্ডের ঘটনার সময় অনেকেই বস্তিতে ছিলেন না। কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছেন। আর যারা ছিলেন তারা আগুনের সংবাদ পেয়ে দ্রুত রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন। এখন পর্যন্ত এ ঘটনায় নিহত-আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুরের রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ১১ ইউনিট পরে পর্যায়ক্রমে ১৬, ২২ ও ২৫ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সানবিডি/ঢাকা/এসএস