বার্জার ফসরক বাংলাদেশে নিয়ে এল ‘লকফিক্স ই-সিরিজ’
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১১ ১৩:১১:৫২
দেশের বাজারে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি ফসরক ইন্টারন্যাশনাল লিমিটেডের সমন্বয়ে গঠিত জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বার্জার ফসরক লিমিটেড নিয়ে এল কেমিক্যাল অ্যানকর ‘লকফিক্স ই-সিরিজে’র তিনটি পণ্য।
সম্প্রতি গুলশানের লেকশোর হোটেলে এ নতুন পণ্যের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালি চৌধুরী। আমরা নতুন নতুন পণ্য নিয়ে আসার চেষ্টা করি। আপনারা আমাদের পাশে থাকলে এ দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বার্জার পেইন্টস বাংলাদেশের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মহসিন হাবিব চৌধুরী, ফসরক কেমিক্যালের জেনারেল ম্যানেজার সনজিব দত্ত, বার্জার ফসরকের হেড অব সেলস গালিব মোহাম্মদ।