এসকোয়্যার ইলেকট্রনিকসের বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১১ ১৪:২৭:৪৬


জাপানের শার্প করপোরেশন, ফুজিত্সু জেনারেল ও মিত্সুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাংলাদেশে একমাত্র পরিবেশক এসকোয়্যার ইলেকট্রনিকস লিমিটেড সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বার্ষিক ডিলার সম্মেলন ২০২০ আয়োজন করে। এতে এসকোয়্যারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান, হেড অব প্রেসিডেন্ট অফিস শার্প করপোরেশন জাপান ও এশিয়ার সিইও হাশিমোতো এবং শার্প করপোরেশন সিঙ্গাপুরের ব্যবস্থাপনা পরিচালক হায়াকাওয়া উপস্থিত ছিলেন।