সাবসিডি মার্চেন্ট ব্যাংকের নির্বাহীদের সঙ্গে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সভা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১২ ১৩:১৫:৫৩
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের নির্দেশনা অনুযায়ী পুঁজিবাজারের উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্রমালিকানাধীন পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের শেয়ার অফলোডের লক্ষ্যে সম্প্রতি সোনালী ব্যাংকের সাবসিডিয়ারি সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও (অতিরিক্ত দায়িত্ব) মো. সোহেল রহমানের সভাপতিত্বে সভায় সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও ও সোনালী ব্যাংকের জিএম মো. আবুল হাসেম, অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, রূপালী সিকিউরিটিজ লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ লিমিটেডের সিইও ও বাংলাদেশ ডেভেলপমেন্ট লিমিটেডের (বিডিবিএল) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।