ওয়ান ব্যাংকের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১২ ১৩:২২:৪৬
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ওয়ান ব্যাংক লিমিটেড ৯ মার্চ প্রথম ‘ওয়ান ব্যাংক ব্যাডমিন্টন টুর্নামেন্ট’-এর আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম ব্যাংকের প্রধান কার্যালয়সংলগ্ন ব্যাডমিন্টন কোর্ট, কারওয়ান বাজার ঢাকায় টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টে ওয়ান ব্যাংক, এইচআরসি ফ্যামিলি অব কোম্পানিজ ও যায়যায়দিন পাবলিকেশনসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রথম ওয়ান ব্যাংক টুর্নামেন্টের ফাইনাল খেলাটি ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।