বিসিকে কম্পিউটার স্কিল বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১২ ১৮:০৯:২৫


বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের যৌথ উদ্যোগে ঢাকায়“বিসিক কর্মকর্তাদের কম্পিউটার স্কিল এন্ড স্প্রেডশীট এনালাইসিস উইথ মাইক্রোসফট এক্সেল“শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালাশেষ হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে এ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঁচ ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালার চতুর্থ ব্যাচে বিসিকের বিভিন্ন বিভাগের ৩০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন। বিসিকের কর্মকর্তাদের দৈনন্দিন কাজের সাথে সংগতিপূর্ণ কম্পিউটার ও ইন্টারনেট সংশ্লিষ্ট কাজগুলো দক্ষতার সাথে সম্পন্ন করাসহকম্পিউটার স্কিল, স্প্রেডশীট ও মাইক্রোসফট এক্সেলে দক্ষতা বৃদ্ধির জন্যএ বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন প্রিজম প্রকল্পের জুনিয়ার এক্সপার্ট আনোয়ার হোসেন ফকির। সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম ও প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেতসহ শিল্প মন্ত্রণালয়, বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।

সানবিডি/ঢাকা/এসআই