মিল্ক ভিটা সচল রাখতে খামারিদের প্রতি আহ্বান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৪ ০৯:৫১:৩৯
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব অমর চান বনিক বলেছেন, মিল্ক ভিটাকে সচল রাখতে খামারিদের এগিয়ে আসতে হবে। সরকার খামারিদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা দিতে শুরু করেছে।
বৃহস্পতিবার সকালে দুগ্ধ খামারিদের সঙ্গে এক মতবিনিময় সভায় যুগ্ম সচিব এ কথা বলেন। মিল্ক ভিটার চট্টগ্রাম অঞ্চলের পরিচালক নাজিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম জেলা ডেইরি ফার্মাস এ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক মোঃ ওমর, পটিয়া দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ইনচার্জ ডাঃ মোঃ বাবুল আক্তার, জুলধা কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফোরকান। আগামী ১ এপ্রিল থেকে দুধের মূল্য দুই টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে। সমবায়ীরা সবাই মিলে মিল্ক ভিটাকে সচল রাখার আহ্বান জানান।