পেমেন্ট পদ্ধতি আরো সহজ করতে ব্র্যাক ব্যাংক-বিকাশের চুক্তি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৪ ১০:৪১:০১


গ্রাহকের আর্থিক লেনদেন প্রক্রিয়া আরো দ্রুত ও সহজ করতে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক ও বিকাশ লিমিটেড। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রেফাত উল্লাহ খান ও বিকাশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মইনুদ্দিন মোহাম্মদ রাহগির। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের পক্ষে ডিএমডি ও চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন ও হেড অব ট্রেড ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট জাবেদুল আলম এবং বিকাশের পক্ষে লিগ্যাল অ্যান্ড কোম্পানির সেক্রেটারি এম মাজেদুল ইসলাম ও হেড অব ট্রেজারি আহমদ আশরাফ শরীফ প্রমুখ।