এনসিসি ব্যাংকের লালবাগ ও দনিয়া উপশাখার যাত্রা শুরু

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-১৪ ১৮:৪৩:২৯


ঢাকায় এনসিসি ব্যাংকের লালবাগ ও দনিয়া উপশাখার আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখা দুটির কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় এসইভিপি ও হেড অব অপারেশন্স মুহাম্মদ এইচ.কাফী, ইভিপি এবং মার্কেটিং ও শাখা বিভাগের প্রধান আবদুল্লাহ্ আল-কাফী মজুমদার, মানবসম্পদ বিভাগের প্রধান ফয়সাল আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, বর্তমান এই প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবসায় এনসিসি ব্যাংক বিশ্বস্ততার প্রতীক। তিনি ব্যাংকের আর্ন্তজাতিক ক্রেডিট রেটিংসহ অন্যান্য সূচকগুলোর উন্নতির কথা উল্লেখ করে বলেন, অনন্য কিছু প্রযুক্তি নির্ভর পণ্য ও সেবা দিয়ে ব্যাংকটি ইতিমধ্যে গ্রাহকদের আস্থা অর্জন করেছে।

তিনি আশা প্রকাশ করেন, লালবাগ ও দনিয়া উপ শাখা দুটি অত্র এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। পরিশেষে, তিনি অত্র এলাকার ব্যবসায়ী ও পেশাজীবী মানুষদের এই উপ শাখা দুটি হতে ব্যাংকিং সুবিধা গ্রহণের আহ্বান জানান।

সানবিডি/ঢাকা/এসআই