পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৫ ১২:১৯:০১


দামুড়হুদা মডেল থানার টহল পুলিশ জেলা ছাত্রলীগের সাবেক এক নেতাকে ফেনসিডিলসহ আটক করে। পরে থানায় নিয়ে আসার সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকাল সাড়ে ৬টার দিকে পুলিশের একটি দল উপজেলার জয়রামপুর গ্রামের রেল স্টেশন পাড়ার পাশে একটি ঘরে অভিযান চালিয়ে একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহিদ হাসানকে (৪০) দুই বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে থানায় নেওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবু রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আটক ব্যক্তি হার্ট এটাকে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস